প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২২ , ৩:৩১:৪৩ প্রিন্ট সংস্করণ
তৌকির আহম্মেদ,মান্দা(নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় মুনছুর রহমান নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোয়ালমান্দা গ্রামের একটি ইউক্যালিপ্টাসের বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে সকল আলামত সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত মুনছুর রহমান (৪০) উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের গোয়ালমান্দা (শিলালপাড়া) গ্রামের বদর উদ্দিন কবিরাজের ছেলে। বাড়িতে চানাচুর তৈরি করে তিনি উপজেলার বিভিন্ন দোকানে ফেরি করে বিক্রি করতেন বলে জানা গেছে।
নিহত মুনছুর রহমানের বাবা বদর উদ্দিন কবিরাজ বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পার্শ্ববর্তী কালিকাপুর গ্রামের সাহেব আলীর ছেলে জাহাঙ্গীর আলম বাড়ি থেকে তার ছেলে মুনছুর রহমানকে ডেকে নিয়ে যান। দীর্ঘ সময় পরেও ফিরে না আসায় পরিবার থেকে ছেলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।