প্রতিনিধি ১ নভেম্বর ২০২২ , ৮:০০:৪২ প্রিন্ট সংস্করণ
এম মনিরুজ্জামান,পাবনা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুজানগর উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির আয়োজনে, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার সহ বিএনপির
নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিশাল মিছিল আনান্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে আনান্দ মিছিলটি পৌর এলাকার ভবানীপুর মোড় থেকে বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রফেসর পাড়ায় পথসভা অনুষ্ঠিত হয়।সুজানগর উপজেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক আলহাজ্ব এবিএম তৌফিক হাসানের সভাপতিত্বে ও পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র কামরুল হুদা কামাল বিশ্বাসের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ,সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হাশেম, সদস্য সচিব ডাঃ আহমেদ মোস্তফা নোমান, বিএনপি নেতা সেলিম আহমেদ, আসিফ খান, সদর উপজেলা কৃষক দলের আহবায়ক হাবিবুর রহমান বাচ্চু, সুজানগর পৌর বিএনপির সদস্য সচিব জসিম বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়ামিন খান, জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদ প্রমুখ। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শত শত নেতাকর্মীরা আনান্দ মিছিলে অংশগ্রহণ করেন। বিএনপির নেতৃবৃন্দ বলেন, বিএনপি একটি বিশাল দল কমিটি দিয়ে কাউকে এককভাবে সন্তুষ্ট করা যায় না, আহবায়ক কমিটি হয়েছে, পূর্ণাঙ্গ কমিটি হলে, সবাইকে রাখা হবে, দলের মধ্যে বিশৃঙ্খলা না করে, আসুন সবাই মিলে কাজ করি। এরপরও যদি কোন ধরণের বিশৃঙ্খলার চেষ্টা করেন, তাহলে প্রতিরোধ গড়ে তুলে, সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।