• Uncategorized

    সলংগায় গাঁজা ও ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

      প্রতিনিধি ২২ অক্টোবর ২০২২ , ৯:১৩:৫৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন-সলঙ্গা সিরাজগঞ্জ প্রতিনিধি:

    সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) এর সার্বিক দিকনির্দেশনায়, সলংগা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম ও পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ সবুজ রানা এর সার্বিক তত্বাবধানে সলংগা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭১ বোতল ফেনসিডিল ও ৩ তিন কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

    সলংগা থানা পুলিশের একটি আভিযানিক দল (২২ অক্টোবর) শনিবার বেলা ০২.৩০ ঘটিকার সময় সলংগা থানাধীন হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় অস্থায়ী চেকপোষ্ট পরিচালনা করিয়া ঢাকাগামী বাস হতে আসামী ১।মোঃ মাসুদ রানা(২০), পিতা-মোঃ সাইদুল মোল্লা , গ্রাম- খাজাপুর (পশ্চিম পাড়া) , থানা- ফুলবাড়ী, জেলা -দিনাজপুর, ২। মোঃ ফারুক মিয়া(২২), পিতা-মোঃ জহুরুদ্দিন , গ্রাম- টোকচানপুর, থানা- দেলদুয়ার, জেলা -টাঙ্গাইল, ৩। মোঃ ইলিয়াস(৩৫), পিতা-মোঃ আইয়ুব আলী , গ্রাম- খাজাপুর (পূর্বপাড়া) , থানা- ফুলবাড়ী, জেলা -দিনাজপুর কে (২৫+২৫+২১) = সর্বমোট ৭১ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে।

    সলংগা থানা পুলিশের আরও একটি আভিযানিক দল (২২ অক্টোবর) শনিবার রাত্রি ০৩.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সলংগা থানাধীন হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় অস্থায়ী চেকপোষ্ট পরিচালনা করে আসামী ১।মোঃ ছাইদুল ইসলাম(৩০), পিতা-মোঃ আবু তালেব ,স্থায়ী: গ্রাম- পশ্চিম ফুলমতি খাড়াপাড়া, থানা- ফুলবাড়ী, জেলা -কুড়িগ্রাম, এর নিকট হতে ৩ (তিন কেজি) গাঁজাসহ গ্রেফতার করেছে।

    সলংগা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে সলংগা থানায় নিয়মিত মামলা রুজু করিয়া আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হইয়াছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ