প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২২ , ৪:৫০:৫৯ প্রিন্ট সংস্করণ
মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
রাজশাহীর তানোরে বিদুৎতের তারে মা ও তিন বছরের ছেলের মৃত্যু বলে নিশ্চিত করেন মুন্ডুমালা পুলিশ ফাড়ির ইনচার্জ আইসি মনিরুল ইসলাম। নিহত মায়ের নাম মরিয়ম বেগম(৩০) সে বাধাইড় গ্রামের হযরত আলীর সহধর্মীনি ও তিন বছরের শিশু মাহফুজুর রহমান । গতকাল রোববার দুপুরে দিকে উপজেলার বাধাইড় ইউনিয়ন(ইউপির) বাধাইড় গ্রামে এমর্মান্তি মৃত্যুর ঘটনাটি ঘটে। এঘটনায় পরিবার সহ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে, সেই সাথে নিহত মরিয়মের বাকি দুই সন্তান স্বামী বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
জানা গেছে, গতকাল রোববার দুপুরের দিকে উপজেলার বাধাইড় ইউনিয়ন(ইউপির) বাধাইড় গ্রামের হযরতের স্ত্রী বাড়ির পানি খাওয়ার মটরের সুইজ দিতে গেছেন। দেওয়ার পর দেখে শিশু মাহফুজুর তারে হাত দিয়ে আছে। এসময় মা মরিয়ম কোলের শিশুকে তুলতে গিয়ে নিজেও তারের সাথে জড়িয়ে পড়ে। পরে সব বন্ধ করে দেখে দুজনেই মারা গেছেন। মরিয়ম বেগমের আরো দুই সন্তান রয়েছে।
মুন্ডুমালা পুলিশ ফাড়ির আইসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুবই মর্মান্তিক ও বেদনা দায়ক ঘটনা। আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। মানুষের আহাজারিতে সব কিছু ভাড়ি হয়ে পড়েছে।