প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২২ , ১২:৪৮:৩৭ প্রিন্ট সংস্করণ
এমএ কাইয়ুম (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে দেশীয় চোলাই মদ সহ একজন কে গ্রেফতার করেছে পুলিশ।আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করেন।
শনিবার ১৫ অক্টোবর সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এসআই ওলিয়ার রহমান সংগীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ১০ লিটার দেশীয় চোলাই মদ সহ মোঃ আমিনুর (২২), পিতা-মোঃ ইউসুফ মিয়া গ্রাম- নয়ানগর, থানা- সিরাজদিখান, জেলা -মুন্সিগঞ্জ কে গ্রেফতার করেন।
এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক জানান,উপজেলার নয়ানগর গ্রামে অভিযান চালিয়ে ১০ লিটার দেশীয় চোলাই মদ সহ একজনকে গ্রেফতার করি।আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।