• বরিশাল বিভাগ

    প্রতিপক্ষ নিয়ে উস্কানীমূলক বক্তব্য দেয়ায় মোহনকে শোকজ করেছে রিটানিং কর্মকর্তা।

      প্রতিনিধি ১১ অক্টোবর ২০২২ , ৯:০১:০৫ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ রিপন-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনের আচরন বিধি লঙ্ঘন এবং প্রতিপক্ষ সতন্ত্র প্রার্থীকে নিয়ে উস্কানীমূলক বক্তব্য দেয়ায় আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান মোহন মিয়াকে শোকজ করেছে রিটানিং কর্মকর্তা। শোকজে বলা হয় গত ৬ অক্টোবর ২২ ইং তারিখ বাউফল উপজেলার পৌরসভা ভবনের মাঠে এক পথসভার আয়োজন করেছে। যেখানে দেখা যায় সামিয়ানা টানানো, ভোটারদের বসার চেয়ার এবং অতিথিবৃন্দের জন্য মঞ্চ তৈরী করা হয়েছে।

    এছাড়াও উক্ত অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রদান করা হয়। যা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নিকট উস্কানিমূলক বক্তব্যর ভিডিও রেকর্ড ইতিমধ্যে সংরক্ষিত আছে বলে জানা যায়। সূত্রে আরো জানাযায়, ঘরোয়া সভাকে পথ সভায় রুপ দিয়ে জেলা পরিষদ নির্বাচন আচরণ বিধি মালা ২০১৬ এর বিধির ৭ ধারা লঙ্ঘন করা হয়। এবং একই সাথে প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী প্রার্থতীকে উস্কানিমূলক বক্তব্য প্রদান করে জেলা পরিষদ নির্বাচনকে আচরন বিধি মালার ২০১৬ এর ১৮ ধারা লঙ্ঘন করেছে।

    এরই পরিপ্রেক্ষিতে জেলা পরিষদ নির্বাচন বিধি মালা লঙ্ঘনের দায়ে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান মোহন মিয়াকে শোকজ করা হয়েছে। এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে না কেনো এই মর্মে দুই কার্য দিবসের মধ্যে ব্যাখ্যা৷ দেয়ার নির্দেশ প্রদান করেছে জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা এমনটাই তথ্য পাওয়া যায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ