প্রতিনিধি ৯ অক্টোবর ২০২২ , ২:৫০:৩২ প্রিন্ট সংস্করণ
মোঃ হাবিবুর রহমান হাবিব-পলাশ নরসিংদী প্রতিনিধি:
পলাশের ডাংগা ইউনিয়নের ভিড়িন্দা গ্রামে পুর্বপাড়া যুব সমাজ কর্তৃক একদিনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই টুর্নামেন্টের স্পন্সর হিসেবে পাশে থাকে বিশ্বের অন্যতম পোশাকশিল্প ব্যান্ড ইজি ফ্যাশন লিঃ।টুর্নামেন্টের মূল আকর্ষণ ছিল লাইটিং সিস্টেমে আলোকসজ্জায় সজ্জিত করা খেলার মাঠ। ১৬ দলের সমন্বয়ে টুর্নামেন্টি অনুষ্ঠিত হয়।খেলার ফাইনাল টি রাতে হবার কারনে জেলা ও জেলার বাহির থেকে স্বনামধন্য ক্লাবগুলো এবং ভালো মানের খেলোয়াড়া অংশগ্রহণ করে। সকাল ১০ঘটিকা হতে রাত ১২ ঘটিকা পর্যন্ত এই টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। একদল অন্য দলের সাথে পাল্টাপাল্টি লড়াই করে চলেছে কাঙ্খিত সেই ফাইনাল খেলায় অংশ গ্রহণ করার উদ্দেশ্যে। লড়াই করতে করতে একসময় ফাইনালেও পৌঁছে যায় দুটি দল। একটি ভিড়িন্দা তরুণ সংঘ ফুটবল একাদশ, অপরটি মামা-ভাগিনা ফুটবল একাদশ নারায়ণগঞ্জ। অন্যদিকে আলোকসজ্জায় সজ্জিত মাঠে ফাইনাল খেলা দেখার জন্য মাঠের চারপাশ ঘিরে সকাল থেকেই হাজারও ফুটবল প্রেমীদের আগমন। রাত গভীর হলেও মাঠের কোন অংশে একবিন্দু দর্শকদের উপস্থিতি কম ছিল না।খেলার প্রধান অতিথিঃজনাব মোঃতৌহিদ চৌধুরী, পরিচালক, ইজি ফ্যাশন লিঃ।সভাপতি, জনাব মোঃ সাবের উল হাই,স্বর্ণপদক প্রাপ্ত, চেয়ারম্যান ডাঙ্গা ইউনিয়ন পরিষদ। উদ্বোধক, ফজলে রাব্বী বিপ্লব, মহাব্যবস্থাপক প্রাণ-আরএফএল গ্রুপ। সম্মানিত অতিথি, মকসুদুর রহমান সহ-সভাপতি পলাশ উপজেলা আওয়ামী যুবলীগ। বিশেষ অতিথি, মোঃ কাওছার ভূঁইয়া, সাধারণ সম্পাদক ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ। মোঃ খোরশেদ আলম সেলিম, সাধারণ সম্পাদক ডাংগা ইউনিয়ন আওয়ামী যুবলীগ। মোঃ নূরে আলম লাক মিয়া,সদস্য সচিব ডাংগা ইউনিয়ন সেচ্ছা সেবক লীগ।মোঃ আফজাল হোসেন সদস্য ৩নং ওয়াড ডাংগা ইউনিয়ন আওয়ামী লীগ। খেলার ফাইনাল অনুষ্ঠিত হয় ১২.৩০মিনিটে। পাল্টা পাল্টি লড়াই করার মধ্যদিয়েই ১ম আধ্যায় মামা বাগিনা ফুটবল একাদশের গোল লাইন অতিক্রম করে বল জালে প্রবেশ করে। ১-০গোলে এগিয়ে যায় ভিড়িন্দা তরুণ সংঘ।সুস্থ সুন্দর খেলা পরিচালনার দায়িত্বে ও থাকেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর লাইসেন্স প্রাপ্ত রেফারি, এম এ কাঈম, আনোয়ার হোসেন, ও জাকির হোসেন। ৩০মিনিটের খেলায় এক বিন্দু ছার দেয়নি তারা।খেলার ২য় অধ্যায় শুরু করতেই আরেকটি গোলের দেখা পায় ভিড়িন্দা তরুণ সংঘ। তার পর পর আরো ২গোল করে ০/৪গোলে জয়লাব করে বিজয়ের মালা গলায় পরে ভিড়িন্দা তরুণ সংঘ। পরে চ্যাম্পিয়ান ও রানার আপ ট্রফি, টিম ম্যানেজারও খেলোয়াড়দের মাঝে তুলে দেয় উপস্থিত অতিথি বৃন্দরা।