প্রতিনিধি ২৬ আগস্ট ২০২২ , ১০:০৩:৩৬ প্রিন্ট সংস্করণ
রাজশাহী তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে দশ গ্রাম হেরোইন ও একশো পয়তাল্লিশ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধারসহ ছয়জনকে আটক করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাফিজ উদ্দিনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তানোর পৌর এলাকার কালীগঞ্জ পশ্চিম রায়তান বড়শো আদিবাসী পাড়ায় দীর্ঘদিন ধরে অত্যান্ত গোপনে দেশী চোলাই মদের ব্যবসা করে আসা শ্রী নিলা ঘোষের মেয়ে শ্রীমতি তানিয়া ঘোষ(২২) ও লক্ষন শিংয়ের মেয়ে সনেকা রানী(৬০) কে একশো পয়তাল্লিশ লিটার দেশীয় চোলাই মদসহ আটক করেন। এছাড়া পৃথক আরেকটি অভিযানে মুন্ডুমালা পৌর এলাকার কাউন্সিল মোড়ে নব্বই পিচ ইয়াবা ও দশ গ্রাম হেরোইন সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ইয়াবা হেরোইনসহ গ্রেফতারকৃত আসামীদের বাড়ি হচ্ছে, পাঁচন্দর উত্তরপাড়া গ্রামের মৃত চাঁদ মিয়ার পুত্র শরিফুল ইসলাম(৪২) ও তাঁর স্ত্রী মোসাঃ রিনা বেগম(২৮), চাঁপাইনবাবগঞ্জের জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানার দশরশিয়া গ্রামের মৃত শীষ মোহাম্মদের পুত্র তোফাজ্জল হোসেন(৫১) ও একই গ্রামের কাইয়ুম আলী মেম্বারের পুত্র সাইফুল ইসলাম(৪০)। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।