প্রতিনিধি ২০ আগস্ট ২০২২ , ৬:৩২:২৭ প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায়, উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সকাল ১০:৩০ টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল এর সভাপতিত্বে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর আলোচনা শুরু হয় ।
আলোচনায় সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ জনাব মোঃ জিয়াউল হাসান মুকল,উপজেলা চেয়ারম্যান ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ,হরিপুর উপজেলা শাখা। জনাব মোঃ রাকিবুজ্জামান ,সহকারি কমিশনার (ভূমি) হরিপুর-ঠাকুরগাঁও।জনাব মোঃ তাজুল ইসলাম,অফিসার ইনচার্জ(ওসি) হরিপুর-ঠাকুরগাঁও জনাব মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প ও জনাব মোছাঃ মোতাহারা পারভীন সুমি উপজেলা ভাইস চেয়ারম্যান, হরিপুর-ঠাকুরগাঁও। জনাব এস এম আলমগীর ,সাধারণ সম্পাদক ,বাংলাদেশ আওয়ামী লীগ ,হরিপুর উপজেলা শাখা।
আর ও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিস প্রধানগন,ইমাম ,মুয়াজ্জিন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
জনাব এস এম আলমগীর বলেন বঙ্গবন্ধু যেমন দুর্নীতির সাথে জড়িত ছিলেন না, তেমনি বঙ্গবন্ধুর জেষ্ঠ পুত্র কোন দুর্নীতি ও অন্যকোন কর্মকান্ডের সহিত জড়িত ছিলেন না।
জনাব জিয়াউল হাসান মুকুল বলেন মাত্র ২৬ বছর বয়সে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল মুত্যু বরন করেন। তিনি বিলাসবহুল ভাবে জীবন যাপন না করে সাধারণ জনগণের জন্য কাজ করে গেছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন,বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।