• আইন ও আদালত

    মহাদেবপুরে র‍্যাবের অভিযানে ৬ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি গ্রেপ্তার

      প্রতিনিধি ১০ আগস্ট ২০২২ , ২:৪৬:২০ প্রিন্ট সংস্করণ

    নওগাঁর মহাদেবপুর থানার রাইগা ইউনিয়নের মাতাজী হাট থেকে ৬ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‌্যাব-৫, সিপিসি-৩ জানান, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার রাইগাঁ গ্রামের অমল মহন্তের ছেলে শ্রী উজ্জল মহন্ত (২৪), দেলোয়ার মোল্লার ছেলে।

    মোঃ রুহুল আমিন (২৬), কুসুমশহর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোঃ সোহেল রানা (৩২), হরিপুর গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে মোঃ মেহেদি হাসান (৩২), কৃষ্ণপুর গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে মোঃ মেহেদি ইসলাম (৩০) ও দেশ খিরশিন গ্রামের মোঃ মজিবর রহমানের ছেলে মোঃ সোলায়মান আলী (২৫) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।পরবর্তীতে তাদের বিরুদ্ধে মহাদেবপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ