• আইন ও আদালত

    পটুয়াখালীতে র‍্যাবের অভিযানে ১জন হেরোইন ব্যবসায়ী গ্রেফতার।

      প্রতিনিধি ২০ জুলাই ২০২২ , ৫:৪৯:৪০ প্রিন্ট সংস্করণ

    পটুয়াখালীতে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কতৃক গত ১৯ শে জুলাই ২২ইং তারিখ আনুমানিক ২১:৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একজন হেরোইন ব্যবসায়ীকে আটক করেন র‍্যাব-৮। এসময় অভিযান পরিচালনাকালে আনুমানিক ২১:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানাধীন বড় চৌরাস্তা সংলগ্ন পটুয়াখালী ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র এর।

    পূর্বপাশের্^ জনৈক আবু জাফরের ফলের আড়তের সামনে পাঁকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ক্রয়/বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃত্বে আনুমানিক ২১:৪০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর নাম হলে মামুন মাতবর(২৮), পিতা-মৃত খালেক মাতবর, সাং-দূর্গাপুর, ০৮নং ওয়ার্ড, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় সে একজন দিনমজুরী হলেও মাদকই তার প্রকৃত ব্যবসা।

    ধৃত আসামীর নিকট হতে ৪০(চল্লিশ) গ্রাম কথিত হেরোইন, ০১ টি মোবাইল ফোন, ০২ টি সীম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কথিত হেরোইনের অবৈধ আনুমানিক বাজার মূল্য ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা। ধৃত আসামী অত্র থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত হেরোইন ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।এব্যপারে পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ মো,শহিদুল ইসলাম জানায়,আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ