• রংপুর বিভাগ

    সন্তানের পিতৃ পরিচয় ও স্বামীর অধিকার আদায়ের জন্য স্বামীর বাড়িতে স্ত্রীর অবস্থান।

      প্রতিনিধি ১৬ জুলাই ২০২২ , ৪:৩৯:০১ প্রিন্ট সংস্করণ

    নীলফামারীর ডোমারে সন্তানের পিতৃ পরিচয় ও স্বামীর অধিকার আদায়ের জন্য স্বামীর বাড়িতে ১ম স্ত্রী অবস্থান কর্মসূচি পালন করেন। গতকাল শুক্রবার (১৫ জুলাই) সকালে উপজেলার হরিনচড়া ইউনিয়নের শেওটগাড়ী গ্রামের আজিজুল হক’র ছেলে শাহজাহান সিরাজ সুজন (৩২) এর বাড়িতে দিনাজপুর জেলা’র পার্বতীপুর উপজেলার শিবরামপুর ইউনিয়নের সোলায়মান মন্ডলের মেয়ে মরিয়ম আক্তার মৌ সন্তানের পিতৃ পরিচয় ও স্বামীর অধিকার আদায়ের জন্য স্বামীর বাড়িতে অবস্থান কর্মসূচি পালন করেন।

    ভুক্তভোগী মরিয়ম আক্তার মৌ বলেন,সুজনের সাথে প্রথম ২০১২ সালে মোবাইলে পরিচয় হয়।এই পরিচয় প্রেমে রুপ নেয়। পরে ২০১৩ সালে মুসলিম শরিয়ত মোতাবেক তিনি আমাকে ঢাকার একটি কাজী অফিসে বিয়ে করেন।আমরা বেশকিছু দিন ঢাকায় রুম ভাড়া নিয়ে একসাথে থাকি সেসময়ে আমার গর্ভে সন্তান চলে আসে পরে আমি আমার স্বামীর বাসায় এসে ১৮ দিন থাকি সেটা এলাকার অনেকেই জানেন,পরে আমার শ্বাশুড়ি আমার উপরে টাকার জন্য টর্চার করলে আমার মা ৪০ হাজার টাকা দিয়ে আমাকে নিয়ে যায়।

    আমি আমার বাবার বাড়িতে সন্তান প্রসব করি।পরে আমি আমার স্বামীকে ফোন করলে জানতে পারি, তার মা শরিফা বেগম তাকে জোরপূর্বক অন্য এক মেয়ের সাথে বিয়ে দেন।ওই মেয়ের বয়স অনেক বেশি বলে ওকে ছেড়ে দিয়ে আমাকে নিয়ে আসবে বলে বিভিন্ন তালবাহানা করে।আমার মেয়ে ও আমার খোঁজ খবর নেয়না।এমনকি আমাদের ভরনপোষণও দেয়না।

    আমার মেয়েটা এখন পর্যন্ত ওর বাবাকে চিনেনা। আমাকে প্রশ্ন করে আমার বাবা আসেনা কেন। আমি কিছু বলতে পারিনা শুধু কাঁদি। আমাকে বাড়িতে নিয়ে আসতে বিলম্ব করে ও পরিশেষে আমাকে হুমকি দেয়,তোকে নিবোনা তোর কিছু করার থাকলে করতে পারিস,তাই আমি বাধ্য হয়ে তার বাড়িতে আমার মেয়ে সহ অবস্থান নেই।আমি আমার মেয়ের পিতৃ পরিচয় ও আমার স্বামীর অধিকার ফিরে পেতে চাই,প্রশাসন ও এলাকাবাসী সকলের সহযোগিতা চাই।

    অভিযুক্ত স্বামীর ফোন বন্ধ থাকায় তাহার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।এলাকাবাসী সুত্রে জানা যায় মরিয়ম আক্তার মৌ এর আগে ওই বাড়িতে বউয়ের দাবি নিয়ে এসেছিলেন এবং বেশকিছু দিন ছিলেন। হরিনচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল রানা বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ