• খেলা

    আমাদের মনোযোগ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেয়া উচিত, আমরা সহজে হাল ছাড়বো না, রাসেল ডোমিঙ্গো।

      প্রতিনিধি ১৬ জুলাই ২০২২ , ৪:২৯:১৩ প্রিন্ট সংস্করণ

    আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হলেও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করতে চান তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অনেক গুলি ম্যাচ খেলা বাকি রয়েছে বাংলাদেশের। এই মুহূর্তে সেই ম্যাচ গুলির উপর নজর দেয়া উচিত বলে জানিয়েছেন রাসেল ডোমিঙ্গো।

    টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের এই মুহূর্তে মূল প্রায়োরিটি সেখানেই। পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ১৫ মাস বা এক বছরের বেশি সময় পর অনুষ্ঠিত হবে। সেটার জন্য হাতে পর্যাপ্ত সময় আছে। আর টি-টোয়েন্টিতে তিন মাস। ওয়ানডে বিশ্বকাপের মাঝের সময়ে অনেক কিছুর পরিবর্তন আসতে পারে যেহেতু দীর্ঘ সময় হাতে আছে। আমরা পর্যাপ্ত ম্যাচও খেলবো।

    ডমিঙ্গো বলেন,এখন আমাদের মনোযোগ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেয়া উচিত। আমাদেরকে প্রতিদ্বন্দ্বীতপূর্ণ ক্রিকেট খেলতে হবে। আমরা শেষ কয়েক বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো ম্যাচ জিতিনি (মূল পর্বে)। সেখানে গিয়ে আমাদের প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ খেলতে হবে। চ্যালেঞ্জ নিতে হবে। আমরা কয়েকটি ম্যাচ জিততে নিশ্চয়ই দৃঢ়প্রতিজ্ঞ থাকবো। নিশ্চিতভাবেই আমরা সহজে হাল ছেড়ে দেব না।

    টি-টোয়েন্টিতে ভালো অবস্থায় যেতে আমরা খুব একটা দূরে নেই। আমাদের কোথায় কোথায় উন্নতি করতে হবে আমরা জানি। আমাদের সামনে কিছু ম্যাচ আছে। কিছু অনুশীলন পর্বও চলবে। সেখানে আমরা স্কিল নিয়ে কাজ করতে পারি।”

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ