প্রতিনিধি ২৮ জুন ২০২২ , ৩:২৮:২১ প্রিন্ট সংস্করণ
সুজানগরে চাল মজুদ বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পাবনার সুজানগর পৌর শহরের চাল পট্টিতে মজুদ বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতে অবৈধভাবে চাল মজুদ করায় দুলাল ঘোস নামক এক চাল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহিনুর আলম, খাদ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মোস্তফা মিল্টন,এস আই বেলাল হোসেন, পেশকার ফিরোজ প্রমুখ।