• সাহিত্যে

    ‘ও দরদী আমার’ কবি-শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ২১ জুন ২০২২ , ৭:৫০:২১ প্রিন্ট সংস্করণ

    ও দরদী আমার
    কবি-শিহাব আহম্মেদ

    সেই যে তুমি চলে গেছো………
    তারপর থেকে আমার অন্তরের সুখ মরে গেছে
    কবিতার ছন্দে এলোমেলো সব ভাব জন্মেছে,
    যদি দেখতে হৃদয়ের রক্তক্ষরণ এখনো থামেনি।

    আবেগভরা দরদী কন্ঠে…………..
    বলে ছিলুম ঢাকা শহরেরর কোনো এক ফ্লাটে
    তোমার মনের ঘরে স্বপ্নপুরীর সুখ কিনে দেবো,
    শান্তিপুরীর রসালো ছোঁয়ায় শিহরিত করবো।

    যেখানেই থাক বলছি তোমাকে……….
    বিশ্বাস করো আমার বাহিরটা বদলে গেলেও
    ভিতরটা তোমার জন্য হুহু করে বিলাপ করে,
    কী যে জাঁদুকরী মায়ায় কইলজায় গিট্টু লেগেছে।

    বার বার বলে ছিলুম……..
    ওগো যেওনা সজনী তুমি চিরতরে আমায় ছেড়ে
    তুমি চলে যাবার পর কবিতার কলম থেমে গেছে,
    আমার দরদ ভরা কন্ঠে আর মরমী গান আসেনা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ