প্রতিনিধি ২০ জুন ২০২২ , ৪:৫৭:০০ প্রিন্ট সংস্করণ
শাকিল হোসেন-স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর সাপাহার উপজেলার আম বাজার মনিটরিং ও আইন শৃংখলা নিরাপত্তা নিশ্চিত কল্পে পুলিশ কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন করা হয়েছে।২০ জুন সোমবার সন্ধ্যায় উপজেলার গুডাউন পাড়া মোড় সংলগ্ন এলাকায় পুলিশ কন্ট্রোলরুম এর শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম বার, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার(সাপাহার সার্কেল) বিনয় কুমার ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
থানার অফিসার ইনচার্জ ( ওসি) তারেকুর রহমান সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, থানার তদন্ত অফিসার আল মাহমুদ সহ থানার অন্যান্য অফিসার ও পুলিশ সদস্য বিন্দু।
উদ্বোধন শেষে প্রধান অতিথি পুলিশ সুপার সাপাহার থানা পুকুরে মাছের পোনা অবমুক্ত করনঃ ও থানার ভিতরে নবনির্মিত কিচেন ও ডাইনিং রুমের শুভ উদ্বোধন করেন।