• রাজশাহী বিভাগ

    নিজ সন্তানের মতোই নিরাপদ হোক পাবনার সর্বস্তরের জনগণের দৈনন্দিন জীবন

      প্রতিনিধি ২৫ মে ২০২২ , ৪:৪৯:০৩ প্রিন্ট সংস্করণ

    এমন প্রতিপাদ্যকে সামনে রেখেই আজ প্রায় দেড় বছর যাবৎ পাবনার জনগনের মাঝে পুলিশী সেবা ও নিরাপত্তা নিশ্চিত কল্পে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন পাবনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মহিবুল ইসলাম খান, বিপিএম।
    আজ আটঘরিয়া থানার একদন্ত ইউনিয়নের একদন্ত বাজার বনিক সমিতির উদ্দোগে একদন্ত বাজারে স্থাপিত ৩২টি সিসি ক্যামেরার উদ্বোধনী অনুষ্ঠানে এভাবেই নিজ মনোভাবের বহিঃপ্রকাশ করেন জেলা পুলিশ সুপার মহোদয়।

    আটঘরিয়া থানার একদন্ত ইউনিয়নের নাম শুনলেই একসময় মানুষের মানষপটে ভেসে উঠতো সন্ত্রাসীর চাদরে মোড়ানো একটি জনপদ । যেখানে সন্ত্রাস, চাঁদাবাজী, খুন খারাবী ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। সন্ত্রাসীদের চাঁদা না দিয়ে করতে পারত না নিজ মেয়ের বিয়ের কোন অনুষ্ঠান, বিক্রি করতে পারতো না গৃহপালিত গরু, মহিষ এবং নিজ উৎপাদিত কোন পন্য। তাঁতীরাও পারতো না তাদের তাঁত শিল্পের কোন কাজ করতে, এমনটাই মন্তব্য করেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি সহ আমন্ত্রিত অতিথিগণ।

    সেই জনপদ আজ সন্ত্রাসী কবল মুক্ত, চাঁদাবাজী মুক্ত এবং প্রায় দেড় বছরের অধিককাল যাবৎ যেকোন ধরণের খুন-খারাবী মুক্ত। আর এটা সম্ভব হয়েছে পাবনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মহিবুল ইসলাম খান, বিপিএম স্যারের দক্ষ নেতৃত্ত ও তদারকীতে পরিচালিত বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে। ছোট খাটো কোন ঘটনা ঘটলেও তার তাৎক্ষনিক সমাধান সম্ভব হয় বিট পুলিশিং এর তড়িৎ আইনী পদক্ষেপের কারনে। এই জনপদ যেন আর কখনো সন্ত্রাসীদের অভয়ারন্য না হয়।

    কোন দুষ্কৃতি কারী যেন কোন চাঁদাবাজী করতে না পারে তার জন্যই পুলিশ সুপার মহোদয় উদ্যেগ নেন এই বাজারে সিসি ক্যামেরা স্থাপনের। স্থাপন করা হয় বাজারের প্রতিটি কোণে কোণে মোট ৩২টি সিসি ক্যামেরা। যার ফলে বাজারের প্রায় ৬০০ জন দোকানদার/ ব্যবসায়ী স্বস্তিতে করতে পারবেন ব্যবসা, কাটাতে পারবেন নিশ্চিন্ত রাত।

    পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, তারা যেন তাদের অল্প বয়সী ছেলেদের হাতে মোটরসাইকেল তুলে দেওয়া থেকে বিরত থাকেন। সেই সাথে ইভটিজিং, বাল্যবিবাহ রোধ, যৌতুক নিরোধ, অনলাইন জুয়া নিয়ন্ত্রনে জন প্রতিনিধি সহ সমাজের সর্বস্তরের লোকজনকে এগিয়ে আসার জন্য আহব্বান জানান।

    একদন্ত বাজার বণিক সমিতির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি জনাব খাইরুল ইসলাম বাসিত সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ