• বরিশাল বিভাগ

    পটুয়াখালীতে আফগানিস্তানকে অনুসরন করে বদরপুরে ঈদেঁর নামাজ আদায়

      প্রতিনিধি ১ মে ২০২২ , ১১:২৪:৩২ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
    )

    পটুয়াখালী সদর উপজেলার ২নং বদরপুর ইউনিয়নের বদরপুর গ্রামে প্রতি বছরের মতো সৌদি আরবের সাথে মিল রেখে পালন করা হতো ঈদঁ। এবার ভিন্ন ধর্মী আফগানিস্তান ও নরওয়ে ও নাইজেরিয়ার সাথে মিল রেখে উর্যাপিত হলো ঈদঁ।
    জানাযায়,অত্র গ্রামের প্রায় দুই শতাধিক মুসল্লি অদ্য ১লা মে রোববার সকাল ১০ টার সময় বদরপুর দরবার শরিফে ঈদের নামাজ আদায় করেছেন।

    এ সময় দরবার শরিফের খাদেম আলহাজ মাওলানা শফিকুল ইসলাম গনি দৈনিক বরিশাল সমাচার ও দৈনিক বাংলাদেশ কন্ঠসহ একাধিক প্রিন্ট মিডিয়াকে জানিয়েছেন, আফগানিস্তান ,নরওয়ে ও নাইজেরিয়ার সঙ্গে মিল রেখে তারা এই ঈদ উদযাপন করছেন।তিনি আরো বলেন, ‘বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে আমরা তার সঙ্গে সংগতি রেখে রোজা রাখি এবং ঈদ পালন করে থাকি। আফগানিস্তান, নাইজেরিয়াসহ বিশ্বে বিভিন্ন দেশে চাঁদ দেখা গেছে। তাই আমরা ঈদ করছি।’

    বদরপুর দরবার শরিফ, চট্টগ্রামের সাতকানিয়া ও এলাহাবাদ পীরের অনুসারী হিসেবে প্রায় ৮২ বছর ধরে এই গ্রামে এ রীতি চলে আসছে বলে জানান তিনি।এব্যপারে সভাপতি মো,নাজমুল সাহাদাৎ বলেন,বিগত দিনে আমরা যেভাবে পালন করে এসেছি এই বারো আমরা ১ লা মে ঈদের নামাজ আদায় করেছি। আমরা চট্রোগ্রাম সাতকানিয়া এলাহাবাদ পীরের অনুসারী বলে জানান তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ