• আইন ও আদালত

    দুলাই অস্ত্র ও ইয়াবাসহ আটক-২

      প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২২ , ১২:০৩:৪০ প্রিন্ট সংস্করণ

    পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেকের ছেলে শাহরিয়ার অমি ও ভাতিজা নাজিম আহমেদ জয় অস্ত্র ও ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক হয়েছে। শনিবার দুপুরে উপজেলার শান্তিপুর এলাকা থেকে র‌্যাব পাবনা ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে বলে একাধিক প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, তারা অমি ও জয় দুপুরে শান্তিপুর গ্রামে কয়েকজনের সাথে কথা বলছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদেও আটক করে।
    র‌্যাব পাবনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার কিশোর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের অভিযান এখনো চলমান রয়েছে। আটককৃতদেন যাচাই বাছাই চলছে। আদৌ এরা অস্ত্র ও মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত রয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ