• রংপুর বিভাগ

    যুবসংহতির সভাপতি পদ হতে ইস্তফা প্রদানে সংবাদ সম্মেলেন

      প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২২ , ১২:০৮:২০ প্রিন্ট সংস্করণ

    বিদ্যুৎ চন্দ্র বর্মন-স্টাফ রিপোর্টারঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের জাতীয় যুবসংহতির ওয়ার্ড সভাপতি আবুল কালাম আজাদ যুবসংহতি ও সভাপতি পদ হতে ইস্তফা প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে। গতকাল সোমবার উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে তিনি ইস্তফা প্রদানের ঘোষণা দেন। দীর্ঘ ৫ বছর ধরে তিনি যুবসংহতির রাজনীতির সাথে জড়িত ছিলেন। ব্যক্তিগত কারন দেখিয়ে তিন ইস্তফা প্রদানের ঘোষনা দেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফরমান আলী ও মোস্তফা মিয়া।

    এনিয়ে ইউনিয়ন জাতীয় যুবসংহতির সভাপতি রাশেদুল ইসলাম পলাশ জানান, এখন পর্যন্ত কোন প্রকার ইস্তফাপত্র আমি পায়নি এবং তার ইস্তফা প্রদানের কোন কারন আমার জানান নাই। উপজেলা যুবসংহতির সভাপতি সাইদুর রহমান জানান, আব্দুল কালাম আজাদ যুবসংহতির সভাপতি পদ হতে ইস্তফা প্রদান সংক্রান্ত কোন প্রকার আবেদন ইউনিয়ন এবং উপজেলা কমিটির নিকট জমা দেয়নি। ইস্তফাপত্র প্রদানের বিষয়টি তার জানা নাই।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ