প্রতিনিধি ২৬ মার্চ ২০২২ , ৮:১৫:২২ প্রিন্ট সংস্করণ
ভালোবাসার অপূর্ণতা
কবি-শিহাব আহম্মেদ
ভালোবাসা সেতো মায়ার অপর নাম
হাজারো ছেলে-মেয়েকে কাদিয়ে বেড়ায়,
এইতো ভালোবাসার কাম।
যে ভালোবাসায় পায়না পূর্ণতা
যেখানে আগেই থাকে ভবিষ্যত শূন্যতা,
সেখানে ভালোবাসার নামে হয়
খুবই হিংস্র জঘন্যতা।
এটাই কি ভালোবাসার মানবিকতা?
কাটে হাত,খায় বড়ি,করে আত্মহত্যা
সব ভুলে গিয়ে, করে পাগলামো
হারায়,বাবা- মায়ের মান এবং সত্রা।
হয়ে যায় চুপ, নয় মানসিক রোগী
সামাজিক ভাবে হয় লাঞ্চিত
একজন ভালোবাসা ভুক্তভোগী।