• রাজশাহী বিভাগ

    সুজানগরে স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

      প্রতিনিধি ২৬ মার্চ ২০২২ , ৮:২৭:৫৮ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান, পাবনা:

    উপজেলা প্রশাসনের আয়োজনে,২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা গণের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হল রুমে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

    উপজেলা নির্বাহী অফিসার রওশন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, থানার অফিসার ইনচার্জ আব্দুল হাননান।এ সময় আরো বক্তব্য দেন, বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই, বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান, সামসুল আলম, আব্দুর রাজ্জাক,কমর উদ্দিন, ইবাদত আলী, আব্দুল হামিদ, শফিকুল আলম প্রমুখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ