• ঢাকা বিভাগ

    মুকসুদপুরে নবনির্মিত স্কুল ভবন উদ্বোধন করলেন-ফারুক খান

      প্রতিনিধি ২৪ মার্চ ২০২২ , ৩:২১:৩৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ অনিক রায়হান সাবু:

    গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মহারাজপুর হাই স্কুলের চারতলা ভবন উদ্বোধন করলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি।
    বৃহস্পতিবার সকালে এই ভবন উদ্বোধন শেষে তিনি স্কুল মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি খন্দকার পারভেজ আলমের সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর আওয়ামী লীগের সভাপতি এ্যাড আতিকুর রহমান মিয়া,সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, সহ-সভাপতি আশরাফ আলী মিয়া প্রমুখ।গোপালগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে নির্মিত ওই ভবনের নির্মাণ ব্যায় হয়েছে প্রায় ৩ কোটি টাকা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ