প্রতিনিধি ২০ মার্চ ২০২২ , ৫:৩৭:১২ প্রিন্ট সংস্করণ
আকাশ- ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ফিশারিতে মাছ চুরি করতে গিয়ে বাচ্চু মিয়া নামে এক চোর জনতার হাতে আটক হয়। পরে উত্তেজিত জনতা চোরকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে উপজেলার পাগলা থানাধীন স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের বাচ্চু মিয়া শনিবার দিবাগত রাতে একই গ্রামে ফিশারিতে মাছ চুরি করার সময় স্থানীয় জনতা তাকে হাতে নাতে ধরেফেলে উত্তম-মধ্যম দেয়।
খবর পেয়ে পাগলা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয় জনতা আসামীকে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করিয়ে থানায় নিয়ে যায়। পরে মাছ চুরির ঘটনায় পাগলা থানায় একটি মামলা দায়ের করেন।পাগলা থানার ইনচার্জ বলেন তার নামে পূর্বের একটি ডাকাতি মামলা রয়েছে। মাছ চুরির ঘটনায় মামলা হয়। পরে আজ রোববার তাকে ময়মনসিংহ ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।