প্রতিনিধি ১৩ মার্চ ২০২২ , ৮:২৭:০২ প্রিন্ট সংস্করণ
নিঃশ্বাস
কলমে-কানিজ তানজিমা ববি
সকাল থেকেই চোখের সামনে ঝাঁপসা সব!
কখনো কখনো পুরো অমাবস্যার রাতের মতই ঘুটঘুটে অন্ধকার!
কারো পোস্টে অসহায় দরিদ্র বিধবা মায়ের জমজ ছেলে-মেয়ে,
যাদের অন্ন সংস্হান সহ মৌলিক অধিকার গুলো পূরণে ছেলে হয়ে পাশে দাঁড়ানো মানবতার এক উজ্জ্বল নক্ষত্রের অনুগল্প,
এক মানবতার যুবরাজের অদম্য ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে , দুষ্হ, অসহায়দের পাশে দাঁড়ানো।
গল্পগুলো তরতাজা বাস্তবতার নিরিখে,
যা পড়লে মুগ্ধতায় ছেয়ে যায় আমার মন।
আর, ভেতরের কাহিনী বারবার ঝাঁপসা করে দেয় সামনের সবকিছুই।
তো কারো পোস্টে বৃদ্ধাশ্রমে দৃষ্টি ঝাঁপসা হয়ে থাকা এক মায়ের পথ চেয়ে থাকা…!
একমাত্র ছেলেটা বড় অফিসার দুই লক্ষ টাকা বেতনের চাকুরি করে,
ব্যস্তময় জীবন থেকে কখন একটুকু সময় নিয়ে আসবে মা’কে দেখতে!
বলবে,”মা, তুমি কেমন আছো?”
সেই ছোট্ট খোকাটি হয়ে কখন এসে বুকের মাঝে মুখটি গুঁজে বলবে,”মা,আমার মা”
আর তো পারিনা,এসব নিতে….!!!
সত্যিই পারছিনা এভার বইতে!
বুকের পাটাতন গুলোতে যেনো কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে!
প্রচন্ড ব্যাথায় কুকরে আছি আমি !
কি এক মায়াময় জীবন দিয়ে পাঠিয়েছেন সৃষ্টিকর্তা দুনিয়ার বুকে,
যদি পারতাম অসহায়দের পাশে দাঁড়াতে….!
যদি পারতাম ঐ অসহায় মা’দের সন্তানকে তাঁর বুকে ফিরিয়ে দিতে…!!
যদি পারতাম পৃথিবীর বুক থেকে কষ্ট নামক বিষাক্ত এই শব্দটিকে চিরোতরে নির্মুল করতে….!!!
একটা সুন্দর পরিপাটি পৃথিবীর বুকে যদি প্রাণভরে নিঃশ্বাস নিতে পারতাম!