• আইন ও আদালত

    ধষর্ণকারীর নামে ‘জোড়া চিরকুট’ লিখে স্কুলছাত্রীর দুনিয়াত্যাগ!

      প্রতিনিধি ১২ মার্চ ২০২২ , ১০:৩৭:১৩ প্রিন্ট সংস্করণ

    আরিফুল ইসলাম কারীমী-স্টাফ রিপোর্টারঃ

    জামালপুরের মেলান্দহে ধর্ষণের শিকার এক স্কুলছাত্রী চিরকুটে ধর্ষকের নাম লিখে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
    চিরকুটে ওই শিক্ষার্থী তামিম আহমেদ স্বপন খান (২৫) নামের এক উত্ত্যক্তকারীর নাম উল্লেখ করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলে আসা-যাওয়ার পথে ওই কিশোরীকে স্বপন ও তার সঙ্গীরা উত্যক্ত করত।বৃহস্পতিবার স্কুলে যাওয়ার পথে স্বপন তাকে তুলে নিয়ে একটি বাড়িতে ধর্ষণ করে। ওই রাতেই কিশোরী ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

    কিশোরী তার একটি চিরকুটে লিখেছে, ‘মা, আমারে ওয়াহাব চেয়ারম্যানের ভাতিজা আজকের দিনে এক রুমে কাটাইছে। পারলে ক্ষমা করো। যদি কোনো বিচার করো ছেলেটার নাম তামিম আহমেদ স্বপন খান। মা-বাবা তোমরা ভালো থেকো। আমারে ভুলে যেও।আমি বেঁচে থাকলে তোমাদের সম্মান শেষ হয়ে যেত। বাবা-মা আবার বলতেছি, ভালো থেকো। বাবা-মা ভালো থেকো। গুড বাই, সোনা বাবা-মা।’ আরেকটি চিঠিতেও ‘তামিম তার সঙ্গে খারাপ কাজ করেছে’ বলে লিখে রেখে গেছে সে।

    এ ঘটনায় অভিযুক্ত তামিম আহমেদ খান স্বপনকে (২৫) আসামি করে থানায় মামলা করেছেন ওই শিক্ষার্থীর বাবা।
    মেলান্দহ থানার ওসি মো. মাঈদুল ইসলাম জানান, নিহতের বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে স্বপনকে আসামি করে আজ মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই স্বপন পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ