প্রতিনিধি ২ মার্চ ২০২২ , ৩:৩৪:৪৭ প্রিন্ট সংস্করণ
এনামুল কবীর এনাম-জেলা প্রতিনিধি নওগাঁ:
জানা যায় এনএসআই নওগাঁ কার্যালয় গোপন সূত্রে এবং সরেজমিনে অনুসন্ধান চালিয়ে নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের বিনোদপুর দাখিল মাদ্রাসায় প্রথম শ্রেণী হইতে নবম শ্রেণী পর্যন্ত ২০২২ শিক্ষাবর্ষের ১০৬ সেট নতুন বই বিক্রয়ের উদ্দেশ্যে বর্ণিত মাদ্রাসার টয়লেটের ছাদে লুকিয়ে রেখেছে।উক্ত বই গুলো গত পহেলা মার্চ নওগাঁ জেলার এন এস আই অভিযান চালিয়ে উদ্ধার করেছেন বলে এন এস আই অফিস সুত্রে জানাগেছে।
উক্ত বিষয়টি পরবর্তীতে মহাদেবপুর উপজেলা নির্বাহি অফিসারকে অবহিত করলে তাৎক্ষণিক মহাদেবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান ও মহাদেবপুর উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার মোঃ ফরিদুল ইসলাম কে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সরেজমিনে পরিদর্শনের নির্দেশ প্রদান করেন।
শিক্ষা অফিসার উক্ত প্রতিষ্ঠানে উপস্থিতির পর অত্র মাদ্রাসার শিক্ষক মন্ডলী ও আশপাশের লোকজনের সম্মুখে
অদ্য ০১ মার্চ/২০২২ খ্রিঃ বৈকাল ৫ ঘটিকায় মাদ্রাসার টয়লেটের ছাদ থেকে উদ্ধার বিষয় স্বীকার করেন। এবং অসৎ উদ্দেশ্যে মজুদ রাখা বইগুলো বিক্রয় করার পরিকল্পনা ছিল বলে এলাকাবাসীর ধারণা।