প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২২ , ২:৩৯:২৫ প্রিন্ট সংস্করণ
আহমাদুল্লাহ হাবিবী-স্টাফ রিপোর্টার:
নাটোরের লালপুরে ইয়াবা সহ রোজিনা (৪০) নামে এক মহিলা কে আটক করেছে লালপুর থানা পুলিশ । লালপুর থানা সূত্রে জানা যায়, লালপুর থানা পুলিশ উপজেলার পালিদহ গ্রামে শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) রাত ৮ টার দিকে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় নারী পুলিশের সহায়তায় সন্দেহভাজন কিরণের স্ত্রী রোজিনার দেহ তল্লাশী করে, সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় তার কোমরে জড়িয়ে রাখা ইয়াবা উদ্ধার করা হয়। এঘটনায় লালপুর থানায় ঐ নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।এবিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ:মোঃফজলুর রহমান জানান, আটকৃত মহিলার বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করা হয়েছে।