প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২২ , ৫:২৪:১৫ প্রিন্ট সংস্করণ
মোঃ সাইফুল ইসলাম আকাশ-ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধি:
সংবাদ সুত্রে জানাযায় ত্রিশাল উপজেলার ধানিখোলা ইউনিয়নের উজান ভাটি পাড়া বিল পাড় এলাকায় এম এ জামান নামের এক ব্যক্তি ও তার স্ত্রী ভুয়া দলিলে অবৈধ ভাবে একাত্তর শাতাংশ জমি দখল করে রেখেছে।প্রকৃত মালিকের কাছথেকে লিজে জমি চাষ বাস করেন এম এ জামান।জমির চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন করে চুক্তি করার জন্য দলিল নিয়ে আসেন।লিজের চুক্তি নাকরে জমির বায়না নামা চুক্তিতে জুরপূর্বক সাক্ষর নেন রাস্তায় আটকিয়ে।
সিল সাক্ষর বিহীন রেজিষ্টার ছাড়াই ভূয়া দলিলে জমি দখল করে রেখেছেন।এছাড়াও আরো অনেকের জমি দখলের অভিযোগ রয়েছে তাদের নামে। আরেক জন জানান জমি দখল বা জমিতে গাছ কটতে গেলে তাদের গুন্ডা বাহিনী দিয়ে অতর্কিত ভাবে হামলা চালান সাধারণ মানুষের উপরে।তার করা দলিলের দাগ নাম্বার বি আর এস কোনো কিছুই আমাদের দলিলের সাথে মিল নেই।আমি এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছি। ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন তদন্তের রিপোর্ট সঠিক অতি তারাতারি আইনের মাধ্যমে নোটিশ দেয়া হবে।