• আমার দেশ

    শপথ নিলেন নিউইয়র্কের মেয়র

      প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২২ , ৭:৪৬:৫৯ প্রিন্ট সংস্করণ

    নিউজ ডেস্ক :

    যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনা শনাক্তের সংখ্যা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাওয়ায় অত্যন্ত স্বল্প আয়োজনে শপথ নিয়েছেন নিউইয়র্ক সিটির ১১০তম মেয়র এরিক অ্যাডামস। নতুন বছরের প্রথম দিন শনিবার (১ জানুয়ারি) ম্যানহাটানের টাইমস স্কয়ারে শপথ নেন এরিক অ্যাডামস।

    এর আগে ঐতিহ্যবাহী কিংস থিয়েটারে ১ জানুয়ারি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সিটির মেয়র হিসেবে এরিক এডামস, কম্পট্ররার ব্র্যান্ড ল্যান্ডার এবং পাবলিক অ্যাডভোকেট জুমানি উইলিয়ামস এর শপথ নেয়ার কথা ছিল। কিন্তু আকস্মিক অত্যন্ত সংক্রমনশীল ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুতগতিতে নিউইয়র্ক সিটিতে ছড়িয়ে পড়ার কারণে স্থগিত করা হয়।
    এই তিন নির্বাচিত নেতা মঙ্গলবার (২৮ ডিসেম্বর) শপথ অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দিয়ে বলেন, আমরা কোনভাবেই জনস্বাস্থ্যের জন্য ঝঁকিপূর্ণ এমন কাজ করতে পারি না। অবস্থার উন্নতি হলে আমরা এই অনুষ্ঠান সকলে মিলে করতে চাই।

    প্রতি চার বছর অন্তর সিটি হলের সামনে উন্মুক্ত প্লাজায় উৎসবমুখর পরিবেশে নবনির্বাচিত মেয়রের শপথ অনুষ্ঠান হয় বিপুল সংখ্যক আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে। কিন্তু এ বছর নিউইয়র্ক সিটির তিনজন প্রধান ব্যক্তিই ব্রুকলীনের হওয়ায় তারা ৩০০০ আসন বিশিষ্ট ব্রুকলীনের কিংস থিয়েটারে এই শপথ অনুষ্ঠানের আয়োজনের কথা ঘোষণা করেন। এই তিন নেতা হলেন মেয়র এরিক এডামস, তিনি এখনো ব্রুকলীন বরো প্রেসিডেন্ট, কম্পট্রলার ব্র্যাড ল্যান্ডার যিনি এখনো ডিস্ট্রিক্ট-৩৯ এর সিটি কাউন্সিলম্যান এবং পুনর্নিবাচিত পাবলিক এডভোকেট জুমানি উইলিয়ামস। তবে তারা অফিসিয়ালি শপথ গ্রহণ করে ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন।
    করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় এদিন অত্যন্ত স্বল্প আয়োজনে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে মেয়র কোনো বক্তব্যও রাখেননি। এরিক অ্যাডামস নিউইয়র্ক সিটির ৩২৬ বছরের ইতিহাসে দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র হিসাবে যাত্রা শুরু করলেন। ২৮ বছর আগে প্রথম কৃষ্ণাঙ্গ মেয়র নির্বাচিত হন ডেভিড ডিনকিন। এরিক অ্যাডামস সদ্য বিদায়ী মেয়র বিল ডি ব্ল্যাজিও’র স্থলাভিষিক্ত হলেন।
    নতুন মেয়র হিসেবে শপথ গ্রহণের সময় কোন বিষয়ে মন্তব্য করেননি এরিক অ্যাডামস। সাংবাদিকদের প্রশ্নও তিনি এড়িয়ে গেছেন। তবে শপথ গ্রহণের দুইদিন আগে তিনি বলেছেন, নতুন মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর সদস্য বিদায় মেয়র বিল ডি ব্ল্যাজিওর করোনা নিয়ে কিছু সিদ্ধান্ত তিনি অব্যাহত রাখবেন। যার মধ্যে ভ্যাকসিন ম্যান্ডেট অন্যতম।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ