প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২১ , ৭:৪৮:৪৬ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক :
বাংলাদেশের বিপক্ষে দারুণ একটি সিরিজ শেষে দেশে ফিরেই কায়েদ-ই-আজম ট্রফিতে খেলছেন আবিদ আলী। পাকিস্তান টেস্ট দলের এই ওপেনার সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে খেলছেন। আজ খাইবার পাখতুনখাওয়ার বিপক্ষে ব্যাটিং করার সময় দুবার বুকে ব্যথা অনুভব করেন। পরে হাসপাতালে নিলে তাঁর হৃদ্যন্ত্রে সমস্যা ধরা পড়ে।
করাচির ইউবিএল গ্রাউন্ডে শেষ দিনে ৬১ রানের সময় বুকে ব্যথা নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন আবিদ। মাঠ ছাড়লে হাসপাতালে পাঠানো হয় তাঁকে। নিবিড় স্বাস্থ্য পরীক্ষার পর জানা যায়, অ্যাকিউট করোনারি সিনড্রোমে ভুগছেন ৩৪ বছর বয়সী এই ওপেনার।
পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে জানানো হয়েছে, আপাতত ভালো আছেন আবিদ। তবে তাঁকে বিশ্রামে রাখা হয়েছে। এই মুহূর্তে একজন হৃদ্রোগ বিশেষজ্ঞের অধীনে চিকিৎসা নিচ্ছেন তিনি।
যাঁর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে পিসিবির মেডিকেল বিভাগ।
সম্প্রতি বাংলাদেশ থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে গেছেন আবিদ। এক সেঞ্চুরিসহ তিন ইনিংসে সিরিজে সর্বোচ্চ ২৬৩ রান করেন এই ওপেনার। সিরিজসেরার পুরস্কারও ওঠে তাঁর হাতে। কায়েদ-ই-আজম ট্রফিতেও সেই ফর্ম ধরে রেখেছেন তিনি। এখন পর্যন্ত তাঁর চারটি ইনিংসে ৯৮,৪, ৪ ও ৬১* রান।