প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২১ , ২:৩০:৫৯ প্রিন্ট সংস্করণ
বিদ্যুৎ চন্দ্র বর্মন-স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রেসক্লাব’র আয়োজনে স্বাধীনতার সূবর্ণজয়তী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব জামিল আহমেদ, বীরমুক্তিযোদ্ধা গওছল আজম, সুন্দরগঞ্জ প্রেসক্লাব’র সভাপতি মোশাররফ হোসেন বুলু, সহ-সভাপতি একেএম শামছুল হক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, মোঃ এন.এইচ. শান্ত, আসাদুল ইসলাম, ডাঃ বিদ্যুৎ চন্দ্র বর্মণ, জয়ন্ত সাহা যতন অংশ নেন। এরপর শহীদ বীরমুক্তিযোদ্ধাগণের আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।