প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২১ , ২:৫৭:১১ প্রিন্ট সংস্করণ
উজজ্বল আহমেদ-নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে পুনরায় ভোট গননার দাবীতে মানববন্ধন করেছে হাজার হাজার জনতা। ১৩ ই নভেম্বর শনিবার লক্ষীচাপ ইউনিয়নে বেলতলী বাজারে এলাকা বাসীর আয়োজনে মোটর সাইকেল প্রতীক মার্কার প্রার্থী বীরমুক্তি যোদ্ধা শ্যামচরন রায় ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল আনারস প্রতীক প্রার্থী আমিনুর রহমান এর বিজয় ফলাফল গড়মিল এর অভিযোগ এনে পুনরায় ভোটগননার দাবী জানিয়ে হাজার হাজার জনতা মানববন্ধনে সামিল হয়েছ।এবং জেলা নির্বাচন অফিসারকে লিখিত অভিযোগ দায়ের করেছে।
রাস্তার দুই ধারে মাথায় পড়া ক্যাপ হাতে লেখা ব্যানার নিয়ে দাড়িয়ে থাকা পুরুষ মহিলা মিলে স্লোগান তুলে পুনরায়ভোট গুনতে হবে,এই রেজাল্ট মানিনা মানবো- না,ভোট কারচুপি মানিনা।মানববন্ধন অনুষ্ঠানে নেতৃত্ব ভোট কারচুপির অভিযোগ নিয়ে তীব্র প্রতিবাদ জানান এবং নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা ও মটর সাইকেল প্রতীক প্রার্থী শ্যামমচরন রায়,৪ নং ওয়ার্ডের আলিয়ার রহমানের ছেলে লেমন রহমান,৮নং ওয়ার্ডের আবুল হোসেন,৫ নং ওয়ার্ডের সম্ভুনাথের ছেলে ডালিম রায়,৪ নং ওয়ার্ডের তোফার উদ্দিনের ছেলে মশিউর রহমান প্রমুখ।