প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২১ , ৪:৫৩:০২ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্কঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে। তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ডাকলে সকাল থেকে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার চলছে। জনগণ প্রতিবাদী হলেই হামলা চালানো হচ্ছে ৷
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার খালেদা জিয়াকে অন্তরীণ করে রেখেছে।
সারাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিএনপির উদ্যোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্প্রীতি মিছিলের আয়োজন করে বিএনপি। বেলা সাড়ে ১২টার দিকে মিছিল নিয়ে বের হলে এ সংঘর্ষ হয়। তিনি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের ক্ষতিপূরণের দাবি জানান।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শ্বর চন্দ্র রায় বলেন, অন্যায়ভাবে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি না দিলে পুলিশের সঙ্গে জনগণের লড়াই হবে। সরকার পরিকল্পিতভাবে খালেদা জিয়াকে খুন করতে চায় বলেও অভিযোগ করেন গয়েশ্বর।এতে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান প্রমুখ।