প্রতিনিধি ৩০ মে ২০২১ , ১:৩৫:৪৩ প্রিন্ট সংস্করণ
নওগাঁর ধামইরহাট উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, মহিলা দল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে অলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় দেশ ও জাতির মঙ্গল কামনা করে দলীয় নেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করা হয়।সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক ফেরদৌস খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মাহবুবুর রহমান চৌধুরী চপল।
এছাড়াও ছিলেন সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াদুদ, সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর, পৌর বিএনপির সাবেক সহসভাপতি আঃ খালেক, সাবেক সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন, শহীদুল রহমান, মাহফুজার রহমান চৌধুরী রুবেল ও বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, পৌর বিএনপির সাবেক সহসভাপতি শহীদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন, মহিলা দলের যুগ্ম আহ্বায়ক সেলিনা আক্তার, নেত্রী বেলি খাতুন, থানা মহিলা দলের সভানেত্রী মাজেদা বেগম, শামীম কবির মিলটন, যুবদল আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, আনারুল ইসলাম, ছাত্রদল নেতা রুহেল হোসেন সুমন, থানা ছাত্রদল আহ্বায়ক আবু মুসা সাজু, রুবেল হাসান রতন, রুমন হোসেন প্রমুখ।