• সাহিত্যে

    কবিতা

      প্রতিনিধি ১৯ মে ২০২১ , ৭:৪২:০০ প্রিন্ট সংস্করণ

    // বাজিয়ে দাও হ্নদয় শঙ্গ\\
    পাখিদের গান আর বোবাদের কথা,
    দুই অব‍্যক্ত;
    অতৃপ্ত কন্ঠ দুটি অযথা গেয়ে যায়
    কে বুঝে সে ব‍্যক্ত?
    সে গানে নেই রাগিনী- ভৈরবী -কাহরবা সুর
    নেই বর্ণমালা,
    হারমোনিয়াম- অক্টবেট – বাশিঁর করুন সুর
    সুরেলা বেহেলা।
    অন্তরের কোণে ঘৃণা জম্মে বিস্পোরণ ঘটে
    ( পাখি) কোলাহল,
    শব্দহারা বাক্য গুলি সাগরের ঊর্মি’র মত
    (বোবা )কল্লোল।
    নিরর্থক সব ডাকাডাকি সব অবাক‍্যের গান
    কে বুঝে?
    কেউ এসো মেশিন বসাও হ্নদয়ের কথারা
    উটবে বেজে।
    ✍✍পরিক্ষীত দাশ?

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ