প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২১ , ২:০৯:০১ প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া জোলো প্রতিনিধি;
কুষ্টিয়ায় ওজনে তরমুজ বিক্রি সিন্ডিকেট নজরে নেই প্রশাসন! পিচে কিনে ওজনে বিক্রি করা হচ্ছে কুষ্টিয়া সর্বস্তরে। ফলে এই রমজানে ইচ্ছা থাকলেও ক্রয় ক্ষমতার বাহিরে দাম হওয়ায় হতাশ মনে ফিরছে অনেকে। আজ সরোজমিনে কুষ্টিয়ার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে তরমুজের দামের বিশাল ফারাক।
গত ১-২ বছর আগেও যেখানে তরমুজ পিচ হিসাবে কিনতে পাওয়া যেতো সেখানে এখন প্রতি কেজি ৫০-৫৫ টাকা দরে কিনতে হচ্চে সাধারণ মানুষকে। কিন্তু প্রস্ন হলো তরমুজের বাজারে কারসাজি করা সিন্ডিকেট চক্রের সদস্যারা কারা। বাজার মনিটরিং এর অভাবকে এর কারণ হিসেবে দায়ি করছে সবাই। ওজনে নয় বরাবরের মতো পিচে তরমুজ বিক্রির দাবীর সাথে কে কে মত প্রকাশ করছেন সবাই।