• Uncategorized

    তানোরে এক যুবক খেজুর গাছের মাথায় নামাজ পড়ে আলোচনায়

      প্রতিনিধি ৩ মার্চ ২০২১ , ৬:৪৬:০৩ প্রিন্ট সংস্করণ

    সৈয়দ মাহামুদ শাওন
    তানোর (রাজশাহী) সব নিউজ ইডিটর

    রাজশাহীর তানোরে ৩০ ফুট উঁচু খেজুর গাছের মাথায় উঠে নামাজ পড়ে আলোচনার জন্ম দিয়েছেন এক যুবক। সোমবার (১ মার্চ) বিকেলে তানোর পৌর এলাকার কুঠিপাড়া গ্রামে একটি খেজুর গাছের মাথায় নামাজ পড়ার এমন দৃশ্যে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

    ওই যুবকের নাম আব্দুর রহিম (২৮)। তিনি বর্তমানে মোহনপুর উপজেলার মৌগাছি এলাকায় বসবাস করছেন।জানা গেছে, ওই যুবকের নামাজ পড়ার দৃশ্য দেখতে শত শত লোক ভিড় জমায়। নামাজ পড়ার পর বাংলাদেশের পতাকা উড়িয়ে শহীদদের সম্মান জানান তিনি। এ সময় উপস্থিত জনতাও করতালি দিয়ে তাকে সম্মান জানান। সবমিলিয়ে আধাঘণ্টা খেজুর গাছের উপরে তিনি বিভিন্ন খেলা দেখান।

    কুঠিপাড়া গ্রামের সাগর আলী রুবেল জানান, খেজুর গাছে অনেক কাটা আছে কিন্তু আব্দুর রহিমের গায়ে কোনো কাটা লেগে রক্ত বের হয়নি। গাছের উপর নামাজ পড়াসহ বিভিন্ন খেলা দেখিয়ে সুস্থ অবস্থায় খেজুর গাছ থেকে নামেন তিনি।যুবক আব্দুর রহিম বলেন, আল্লাহ ওপর ভরসা করে জীবনের ঝুঁকি নিয়ে খেজুর গাছের উপর খেলা দেখাই। আমার খেলা দেখে কেউ চাল, কেউ টাকা দেয়। যে যা দেন তা দিয়ে আমার সংসার চলে

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ