প্রতিনিধি ১ মার্চ ২০২১ , ৯:৫৭:০৪ প্রিন্ট সংস্করণ
শেরপুর জেলা পুলিশের সহযোগিতায় প্রতিষ্ঠিত ও জেলা পুলিশ সুপারের তত্বাবধানে পরিচালিত ‘পুলিশ লাইন একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন’। ০১ মার্চ (সোমবার) সকালে বিদ্যালয়ের হলরুমে মোহাম্মদ আবুল বাশার মিয়া ডিয়াইও-১ এর সঞ্চালনায়
পুলিশ সুপার জনাব মোঃ হাসান নাহিদ চৌধুরীর সভাপতিত্বে পুলিশ লাইন্স একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশনের প্রধান শিক্ষক পদে যোগদান করলেন মোঃ আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন মোঃ বিল্লাল হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), মোহাম্মদ হান্নান মিয়া অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল), মাহমুদুল হাসান ফেরদৌস অতিরিক্ত পুলিশ সুপার (সদর) , মোঃ জাহাঙ্গীর আলাম সহকারী পুলিশ সুপার ( নালিতাবাড়ী সার্কেল), শেরপুর , মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (ভারপ্রাপ্ত কর্মকর্তা), শেরপুর সদর থানা, মোঃ বন্দে আলী (ওসি তদন্ত)সদর থানা, মনিরুল ইসলাম ভুঁইয়া (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ডিবি- শেরপুর এবং সদ্য বিদায়ী প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসু সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ । এসময় পুলিশ সুপার বলেন, শিক্ষকতা একটি নোবেল পেশা, এই নোবেল প্রফেশন কে প্রতিষ্ঠা করুন এবং মানসম্মত শিক্ষা কার্যক্রম চালিয়ে বিদ্যালয়ের সুনাম বয়ে আনতে হবে ইনশাআল্লা।
নব যোগদান প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ উপস্থিত সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। এবং বিদ্যালয়ের গৌরব বয়ে আনব ইনশাআল্লাহ। যোগদানকালে নব প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ কে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন পুলিশ লাইন্স একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশনের সভাপতি মোঃ হাসান নাহিদ চৌধুরী সহ আরও অনেকে।