• Uncategorized

    রাজশাহীর তানোর এপি তে ২৫ সদস্য  বিশিষ্ট ইয়ুথ ফোরাম কমেটি গঠন 

      প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২১ , ৩:২১:২০ প্রিন্ট সংস্করণ

    আজ সকালে তানোর এপি হল রুমে ২১টি সদস্য ও সভাপতি, সহ সভাপতি, সাধারন সম্পদক ও ক্যাশিয়ার মোট ২৫ জন কে কমেটি তে রেখে গঠন করা হয়।উক্ত কমেটি তে সভাপতি মোঃ সারোয়ার জাহান, সহ সভাপতি মোসাঃ  মাহামুদা খাতুন, সাধারন সম্পাদক মোঃ শিশির, ক্যাসিয়ার মোঃ ইসতারুল হোসেন। এবং ২১ জন সদস্য হলেন: মোঃ সৈয়দ মাহামুদ শাওন মোঃ হালিম, মোঃ সুজন আলী , মোঃ জিয়াউর রহমান,  মোসাঃ মদিনা খাতুন, মোঃ মামুনুর রশিদ, মোঃ অনিক খান , মোঃ আব্দুল মালেক, ,মোঃসোহেল রানা, মোঃ আল আমিন, মোঃ শিহাব হোসেন, মোঃ মামুনুর, মোঃ হেলাল, মোঃ আমির হামজা, মোসাঃ কোহিনুর খাতুন, মোসাঃ আমেনা, মোসাঃ মাহাফুজা খাতুন  মোসাঃ রানি, মোসাঃ দিলরুবা খাতুন, মোসাঃ  বৃষ্টি খাতুন ও শ্রী  সুমন চন্দ্র দাস।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ