• Uncategorized

    দীর্ঘ প্রায় ৩১ ঘন্টা অপেক্ষার পর সিলেটের সারা দেশের সাথে রেলযোগাযোগ স্বাভাবিক

      প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২১ , ৬:২৬:৪৫ প্রিন্ট সংস্করণ

    দীর্ঘ প্রায় ৩১ ঘন্টা অপেক্ষার পর সিলেটের সারা দেশের সাথে রেলযোগাযোগ স্বাভাবিক দীর্ঘ প্রায় ৩১ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক হয়েছে।শনিবার ০৬ ফেব্রুয়ারী সকাল ৬ ঘটিকার সময় সিলেট থেকে ট্রেন চলাচল শুরু হয়।

    এই বিষয়ে নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ খলিলুর রহমান । তিনি জানান, যদিও ভোর রাত সাড়ে ৩টায় সিলেট রেলস্টেশন থেকে উপবন ট্রেন চালানো হয়। কিন্তু মাইজগাঁও স্টেশনে যাওয়ার পর ট্রেনটি দাঁড়িয়ে ছিল। সেখান থেকে সকাল সাড়ে ৬টায় ট্রেনটি  ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

    কুলাউড়া রেলওয়ে জংশনের লোকো ইনচার্জ দুলাল চন্দ্র দাশ জানান, সিলেট থেকে আান্তঃনগর উপবন এক্সপ্রেস ভোর রাত সাড়ে ৩টায় ছাড়লেও পরবর্তী স্টেশন মাইজগাঁওয়ে দাঁড়িয়ে ছিল। এখান থেকে ভোর সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

    তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত তেলবাহী ট্রেনের বাগিগুলো সরিয়ে খালি জায়গায় রাখা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় ২০০ মিটার রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল। বেঁকে যাওয়ায় রেল লাইন সরিয়ে নতুন লাইন লাগানো হয়েছে। যে কারণে মেরামত করতে সময় লেগেছে।

    উল্লেখ্য: বিগত বৃহস্পতিবার রাত ১২টার দিকে তেলবাহী একটি ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে-মুচড়ে পড়ে যায়। এ দুর্ঘটনার পর সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে ছিলো।

    গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিলেটগামী ওই ট্রেনটি ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের মাঝখানে গুতিগাঁও এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনের ৮টি বগির মধ্যে ৭টি দুমড়ে-মুচড়ে যায়। ছড়িয়ে পড়ে ট্রেনে থাকা জ্বালানি তেল।

    শুক্রবার সকালে মৌলভীবাজারের কুলাউড়া ও আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে দুটি উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।এদিকে এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ