প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২১ , ৭:০৬:৩৫ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহের জাপা নেতা আব্দুর রাজ্জাকের মৃত্যুতে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি’র শোক।
ময়মনসিংহ সদর উপজেলার সিরতা ইউনিয়নের জাতীয় পার্টির আহ্বায়ক ও সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।
আব্দুর রাজ্জাক (৮৬) আজ (শুক্রবার) সন্ধ্যায় সিরতা ইউনিয়নের টান সিরতা গ্রামের নিজ বাড়ীতে বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২৯শে জানুয়ারী শুক্রবার বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান প্রেরিত এক শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, প্রবীণ এ রাজনীতিবিদের মৃত্যুতে মৃত্যুতে স্হানীয় রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল, যা সহজে পূরণ হবার নয়।
বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।