প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২১ , ১০:১৮:১১ প্রিন্ট সংস্করণ
সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধি অভিযানে ফেন্সিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা। ২৭ জানুয়ারী বুধবার রাত ১ ঘটিকার সময় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব ১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল,সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার সিরাজগঞ্জ রোডস্থ ঢাকা টু বগুড়া মহাসড়কে মা জেনারেল হাসপাতালের সামনে অস্থায়ী চেক পোষ্ট বসিয়ে,জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ভীমপুর গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে রমজান(২৪) ও তাঁতিপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে সাকিবুল ইসলাম জনি(২১)কে ৫০০ বোতল ফেন্সিডিল, একটি ট্রাক ও ২ টি মোবাইলসহ আটক করেন।পরে উদ্ধার কৃত আলামত সহ আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সলঙ্গা থানায় হস্থান্তর করেন।