• Uncategorized

    কিশোরগঞ্জে দুঃস্থদের মাঝে নাফিউল করিম নাফা’র শীতবস্ত্র বিতরণ

      প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২১ , ৪:৫৭:৪২ প্রিন্ট সংস্করণ

    কিশোরগঞ্জে দুঃস্থদের মাঝে নাফিউল করিম নাফা’র শীতবস্ত্র বিতরণ

    নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় মানবতার সেবায় নিরন্তর পথচলা উত্তরবঙ্গ তথা নীলফামারী কিশোরগঞ্জের কৃতি সন্তান, বঙ্গবন্ধুর আদর্শে গড়া ও জননেত্রী শেখ হাসিনার অনুপ্রেরণার সংগ্রামী সৈনিক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য নাফিউল করিম নাফা’র সৌজন্যে হাড় কাঁপানো শীতে দুস্থ, পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর ২৫০ জন বয়স্ক নারী-পুরুষ প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

    রবিবার সকালে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম চেয়ারম্যান বাড়িতে সুশৃংখল পরিবেশে, স্বাস্থ্যবিধি মেনে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। মানবতা মহানুভবতায় শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, স্বেচ্ছাসেবক লীগের বাহাগিলী ইউনিয়ন শাখার সভাপতি তাজুল ইসলাম, সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক এনামুল হক, যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক রশিদুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।

    এ শীতে, শীত নিবারণের উষ্ণতার ছোঁয়া কম্বল হাতে পেয়ে কেউবা গায়ে, কেউবা বুকে জড়িয়ে আনন্দে উৎফুল্ল হয়ে দিগ্বিদিক ছুটছেন বাড়ির দিকে।#

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ