প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২১ , ৪:১২:১১ প্রিন্ট সংস্করণ
রাণীশংকৈলে বন্ধুত্বের হাতছানি ব্লাড ব্যাংক এন্ড দারিদ্র ফান্ডের ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে স্বেচ্ছাসেবী একটি সংগঠন বন্ধুত্বের হাতছানি ব্লাড ব্যাংক এন্ড দারিদ্র ফান্ডের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে উপজেলার কেন্দ্র মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও ফ্রী ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
৯ জানুয়ারি শনিবার ১২ টার সময় কেন্দ্র মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে দক্ষিণ ভান্ডারা সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক গোপেন চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা আ’লীগের সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফিরোজ আলম,সাবেক মেয়র মোখলেছুর রহমান,কেন্দ্র মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র রায়,রানীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক হোসেন, প্রচার সম্পাদক বিজয় রায়,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক-জাকারিয়া হাবিব ডন,উপজেলা যুবদলের সাবেক সভাপতি বকুল মজুমদার, ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক তারেক আজিজ, যুব সংহতি হোসেনগাঁও ইউপির সাধারণ সম্পাদক আব্দুল খালেক,মেডিকেল টেকনোলজিস্ট মোহাম্মদ আলী আক্তার, সিটি ক্লিনিক মালিক মিজানুর রহমান।
আরো উপস্থিত ছিলেন,বন্ধুত্বের হাতছানি ব্লাড ব্যাঙ্ক এন্ড দারিদ্র ফান্ডের সভাপতি হারুন সরকার, বন্ধুত্বের হাতছানি এন্ড ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সোহাগ আলী,সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান, সহ-সভাপতি রাজা, সাধারণ সম্পাদক-রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক-মিঠু, সাংগঠনিক সম্পাদক নাজমুল,অন্যতম সদস্য মিলন, রাব্বি, নোমান,সদস্য সুজন ও সামাজিক সংগঠন রানীশংকৈল ফেসবুক ব্যবহারকারী গ্রুপের এডমিন ও মডারেটর বৃন্দ সহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলেই বন্ধুত্বের হাতছানি ব্লাড ব্যাংক এন্ড দারিদ্র ফান্ডের সাফল্য কামনা করেন।আলোচনা সভা শেষে দুপুরের খাবার বিতরণ ও ফ্রি ব্লাড ক্যাম্পেইন করা হয়।