• Uncategorized

    লক্ষ্মীপুরের র‌্যাব-১১ গাঁজাসহ দ্বীন ইসলাম ও এছাক নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

      প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২১ , ৯:২৪:৫৭ প্রিন্ট সংস্করণ

    লক্ষ্মীপুরের র‌্যাব-১১ গাঁজাসহ দ্বীন ইসলাম ও এছাক নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার র‌্যাব-১১ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার (০৬ জানুয়ারী) রাতে নোয়াখালীর দত্তের হাট তিনকোণা পুকুর পাড় সংলগ্ন মদিনা ফার্নিচারের সামনে অভিযান পরিচালনা করে র‌্যাব।

    এসময় ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হলে তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত দ্বীন ইসলাম মুন্সিগঞ্জ জেলার ইমামপুর গ্রামের ইউনুছ মোল্লার ছেলে ও এছাক কুমিল্লা জেলার মথুরাপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।

    র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার আবু ছালেহ জানান, আসামীরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে গোপনে  মাদক ব্যবসা করে আসছে। জব্দকৃত গাঁজা তারা কুমিল্লা হইতে সংগ্রহ করিয়া বিক্রয়ের জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল। আসামীদের বিরুদ্ধে নোয়াখালী সুধারাম থানায় এজাহার দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ