• Uncategorized

    প্রাচীনতম সংবাদপত্র এখন অনলাইনে

      প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২১ , ১১:২২:৫৯ প্রিন্ট সংস্করণ

    প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ডিসেম্বর মাস থেকে ‘লয়েডস লিস্ট’ পত্রিকাটি শুধু অনলাইনে প্রকাশিত হবে।
    লয়েডস লিস্ট পত্রিকাটি ২৭৯ বছর ধরে কাগজে প্রকাশিত হচ্ছে।

    একটি কফি সপের দেয়ালে বাণিজ্য জাহাজ, বীমা, অর্থায়নসম্পর্কিত খবর ও লন্ডনের স্থানীয় খবর প্রকাশের মাধ্যমে পত্রিকাটির প্রকাশনা শুরু হয়।
    ডিসেম্বর থেকে সংবাদপত্রটি আর কাগজে বের হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এরপর থেকে শুধু অনলাইন সংস্করণে পড়া যাবে লয়েডস লিস্ট।

    ১৭৩৪ সালের শুরুতে পত্রিকাটি বুলেটিন আকারে প্রকাশিত হত। এখন অনলাইনে ও কাগজে দুভাবেই প্রকাশিত হয় পত্রিকাটি। পত্রিকাটির সম্পাদক রিচার্ড মেইডি জানান, এখন সংবাদপত্রটির প্রিন্ট ভার্সনের গ্রাহক মাত্র ২৫ জন অবশিষ্ট রয়েছেন।

    লয়েডস লিস্টকে বলা হয় ‘শিপিং বাইবেল’। অতীতে এর পাঠক সংখ্যা ৬০ হাজার ছিল। অনলাইনে গেলে পত্রিকাটির বিশ্বব্যাপী প্রসার ছাড়াও কোম্পানির আর্থিক প্রবৃদ্ধিও বাড়াবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ