প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২০ , ৯:২৫:০৮ প্রিন্ট সংস্করণ
আবুল কালাম আজাদের মৃত্যুতে জনবন্ধু নূর মোহাম্মদের শোক বকশীগঞ্জের কৃতি সন্তান জামালপুর জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সদস্য বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব আবুল কালাম আজাদ মেডিসিন (৬০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। বৃহস্পতিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ক্লিন ইমেজ খ্যাত আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ মেডিসিনের মৃত্যুতে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনবন্ধু নূর মোহাম্মদ গভীর শোক,শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেধনা ও তার বিদেহী আত্বার মাগফেরাত কামনা করেছেন।
জনবন্ধু নূর মোহাম্মদ বলেন,আবুল কালাম আজাদ মেডিসিন একজন স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন। তার মৃত্যুতে আওয়ামীলীগের রাজনীতিতে দীর্ঘদিনের এক সহকর্মীকে হারালাম। তার মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগের অপূরনীয় ক্ষতি হলো। আবুল কালাম আজাদ মেডিসিনের আত্বার মাগফেরাত কামনা করছি। আল্লাহতায়ালা তাকে বেহেশত নসীব করুন।