• Uncategorized

    রংপুরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন মহানগর মৎসজীবীলীগের নের্তৃবৃন্দ। 

      প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২০ , ৪:৩৭:৫৩ প্রিন্ট সংস্করণ

    রংপুরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন মহানগর মৎসজীবীলীগের নের্তৃবৃন্দ। 

    শরিফা বেগম শিউলী-রংপুর প্রতিনিধিঃ

    ২৯ নভেম্বর (রবিবার) সকাল সাড়ে ১১টায় রংপুর মহানগর মৎসজীবী লীগের আয়োজনে রংপুর নগরীর ডিসির মোড়স্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগকে আওয়ামীলীগের সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি প্রদান করায় এ পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন সংগঠনটি।

    এছাড়াও মৎসজীবী লীগকে আওয়ামীলীগের সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি প্রদানের এক বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা, দোয়া ও বাদ আছর রংপুর সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড ফুল আমতলা বাজারে মহানগর মৎসজীবী লীগের কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- রংপুর জেলা আওয়ামী মৎসজীবী লীগের সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান তারিক, সদস্য মাহে আলম, মোরশেদ রহমান।

    আলোচনা সভায় রংপুর মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে, দপ্তর সম্পাদক ফেরদৌস আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সংগ্রামী সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

    বিপ্লবী সাধারণ সম্পাদক মাহফুজার রহমান মানিক, ৩২ নং ওয়ার্ড মৎস্যজীবী লীগের সভাপতি মাজেদা বেগম পিংকি। আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগকে আওয়ামীলীগের সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি প্রদান করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করে বঙ্গবন্ধু কণ্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

    এছাড়াও পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন- রংপুর মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য, সাখাওয়াত হোসেন সোহাগ, আকবর হোসেন, আবু তাহের, আনোয়ার চৌধুরী, আসাদ মিয়া, ১৭ নং ওয়ার্ড মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক নাহিদ হাসান কাব্যসহ রংপুর মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতাকর্মীবৃন্দরা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ