প্রতিনিধি ৭ নভেম্বর ২০২০ , ৩:৪৩:০০ প্রিন্ট সংস্করণ
সাদ্দাম হোসেন মুন্না-নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের রফিকুল ইসলামের একটি গরুর খামারে দূর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে।
জানা গেছে, ৭-৮জনের সংঘবদ্ধ ডাকাত দল সোহরাব নামের নৈশ প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা, মুখ বেঁধে ১৫ লাখ টাকা মুল্যের ৯টি গরু ডাকাতি করে নিয়ে যায়। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিয়ে এ ডাকাতির ঘটনা ঘটে।
এসময় খামারে স্থাপিত সিসি ক্যামেরাসহ ক্যাবলও কেটে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার এস আই পঙ্কজ কান্তি সরকার ও এসআই শাহাদাৎ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় গরু খামারী রফিকুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান,ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।